ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কা দলে অনেক পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কা দলে অনেক পরিবর্তন

ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর অনেক ঝড়-ঝাপটা পার করেছে শ্রীলঙ্কা। এবার তারা ফিরছে নতুনভাবে।

জিম্বাবুয়ের বিপক্ষে দলে এসেছে অনেক পরিবর্তন। লম্বা সময় পর দলে জায়গা পেয়েছেন আকিলা দানাঞ্জয়া।  

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছেন শ্রীলঙ্কার নতুন প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা। যেখানে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১৭ সদস্যের দলের ৮টিতেই পরিবর্তন এসেছে। দলে ফিরেছেন শানাকা, হাসারাঙ্গা, আকিলা, আভিশকা ফার্নান্দো, জেফ্রি ভ্যান্ডারসাই, প্রামোদ মাদুশান, জানিথ লিয়ানাগে, নুয়ানিন্দু ফার্নান্দো ও সেহান আরাচিগে।

বিশ্বকাপ ব্যর্থতায় থাকা দলটি থেকে বাদ পড়েছেন দিমুথ কারুনারাত্নে, কুসাল পেরেরা, ধানাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমান্থা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা। এছাড়া টুর্নামেন্টের মাঝপথে যোগ দেওয়া চামিকা কারুনারাত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউসেরও জায়গা হয়নি এই সিরিজে।

শনিবার থেকে কলম্বোয় শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে পরের দুই ম্যাচ ৮ ও ১১ তারিখ।

শ্রীলঙ্কা স্কোয়াড: কুসাল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), আভিশকা ফার্নান্দো, সাদিরা সামারাউইক্রামা, সেহানা আরাচিগে, নুয়ানিন্দু ফার্নান্দো, দাসুন শানাকা, জানিথ লিয়ানাগে, মাহিশ থিকশানা, দিলশান মাদুশানকা, দুশমন্থ চামিরা, দুনিথ ওয়েলালাগে, প্রামোদ মাদুশান, জেফ্রি ভ্যান্ডারসাই, আকিলা দানাঞ্জায়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা (ফিটনেসের ওপর নির্ভরশীল)।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।