মাত্র দেড়দিনেই শেষ কেপটাউন টেস্ট। উইকেটে অসম বাউন্সের কারণে রীতিমত দাঁড়াতেই পারছিলেন না ব্যাটাররা।
এমন ফল স্বভাবতই প্রশ্নবিদ্ধ করেছে কেপটাউনের পিচকে। সংবাদ সম্মেলনে ক্রিকেট নিয়ন্ত্রণক সংস্থা আইসিসিকে একহাত নিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। পিচ রেটিংয়ের ক্ষেত্রে আইসিসিকে নিরপেক্ষ থাকার দাবি জানালেন তিনি।
রোহিত বলেন, ‘আমরা যেখানেই যাই না কেন, সর্বত্র আমাদের নিরপেক্ষ থাকতে হবে। বিশেষত ম্যাচ রেফারিদের (নিরপেক্ষ থাকতে হবে)। কীভাবে পিচের রেটিং করবেন, সেটা নিয়ে এই ম্যাচ রেফারিদের কয়েকজনকে চোখ-কান খোলা রাখতে হবে। সেটা বেশ গুরুত্বপূর্ণ। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে বিশ্বকাপের ফাইনালের পিচকে গড়পড়তার থেকে নিম্নমানের রেটিং দেওয়া হয়েছিল। ফাইনালে ওই পিচে এক ব্যাটার শতরান করেছিল। সেটা কীভাবে বাজে পিচ হতে পারে?’
‘আইসিসি ও ম্যাচ রেফারিদের এইসব বিষয়ের দিকে নজর দিতে হবে। স্রেফ দেশের ভিত্তিতে (পিচের রেটিং না করে), কীসের ভিত্তিতে তারা পিচের রেটিং করছে, সেটা খতিয়ে দেখতে হবে। ’ সঙ্গে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে আমি যে কোনও পিচে খেলতে রাজি আছি। আমরা এই ধরনের (কেপটাউন) পিচেও নিজেদের চ্যালেঞ্জের মুখে ফেলতে চাই। এরকম পিচে খেলার জন্য নিজেদের নিয়ে গর্ববোধ করি আমরা। কিন্তু আমরা যেটা বলতে চাইছি, সেটা হল যে নিরপেক্ষ থাকুন। ’
ভারতের পিচ নিয়ে মুখ বন্ধ রাখতে বলছেন রোহিত, ‘আমি একটা জিনিস বলতে চাই যে এই ম্যাচে কী হয়েছে, সেটা আমরা দেখেছি। কীরকম আচরণ করেছে পিচ, সেইসব যাবতীয় জিনিস (আমরা দেখেছি)। সত্যি কথা বলতে যতক্ষণ ভারতের পিচ নিয়ে মুখ বন্ধ না রাখছেন, ততক্ষণ এই ধরনের পিচে খেলতে আমাদের কোনও আপত্তি নেই। ’
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
এএইচএস