আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) কেন্দ্রীয় চুক্তিতে না থাকতে চেয়ে আলোচনায় এসেছিলেন মুজিব উর রহমান। এজন্য বড় শাস্তি হতে পারে তার, এমন কথাও শোনা গেছে।
এসিবির ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন মুজিব, ফজলহক ফারুকি এবং নাভিন-উল-হক। কিন্তু উল্টো তাদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সকল অনাপত্তিপত্র প্রত্যাহার করে নেওয়ার কথা জানায় এসিবি।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলায় সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ মিস করেন মুজিব। তবে বাকি দুইজন সিরিজে অংশ নেন। দ্বন্দ্ব নিরসনে সম্প্রতি বোর্ডের সঙ্গে আলোচনায় বসেন তিন ক্রিকেটার। এরপরই মুজিবের বিগ ব্যাশে খেলার অনাপত্তিপত্র তুলে নেওয়া হয়। ফলে ২২ বছর বয়সী মুজিবকে বিগ ব্যাশ ছেড়ে জাতীয় দলে ফিরতে হয়।
অল্প কয়েকদিনের মধ্যে ভারত সফরে যাবে আফগান ক্রিকেট দল। এই প্রথমবার ভারতের মাটিতে তিন ম্যাচের সিরিজ খেলতে যাচ্ছে আফগানরা। যেখানে স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জাদরানবাহিনী। এই সিরিজের জন্য আফগানিস্তানের যে ১৯ সদস্যের দল ঘোষণা করা হয়েছে, সেখানে রয়েছে রশিদ খানের নামও। যদিও এই লেগ স্পিনার পিঠের ইনজুরিতে ভুগছেন। এখনও তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে।
এই সিরিজে আফগানদের নেতৃত্ব দেবেন ওপেনার ইব্রাহীম জাদরান। স্কোয়াডে ব্যাক-আপ উইকেটকিপার হিসেবে আছেন ইকরাম আলিখিল। এর আগে সংযুক্ত আরবে আমিরাতের বিপক্ষে তাকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছিল।
আগামী ১১ জানুয়ারি মোহালিতে হবে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ১৪ ও ১৭ জানুয়ারি যথাক্রমে ইন্দোর ও বেঙ্গালোরের হবে বাকি দুইটি।
র্যাংকিংয়ে দুই দলের পার্থক্য অনেক। ভারত এখন সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেটে এক নম্বর দল। আর আফগানিস্তান আছে দশম স্থানে। তবে সিরিজটি টি-টোয়েন্টি ফরম্যাটের বলেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। কারণ অন্য সব ফরম্যাটে যেমন-তেমন, ২০ ওভারের ক্রিকেটে আফগানিস্তান বেশ শক্তিশালী হিসেবে বিবেচিত।
আফগানিস্তান স্কোয়াড: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), হজরতুল্লাহ জাজাই, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, আজমাউল্লাহ ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ, নবিন উল হক, নূর আহমেদ, মোহাম্মদ সেলিম, কায়েস আহমেদ, গুলবাদিন নায়েব এবং রশিদ খান।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এমএইচএম