ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জীবনের প্রথম ভোট দিলেন জ্যোতি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
জীবনের প্রথম ভোট দিলেন জ্যোতি

চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ৭ জানুয়ারি সকাল থেকে শুরু হয় এই নির্বাচন।

এই নির্বাচনে অংশ নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও প্রার্থী হয়েছেন নড়াইল-২ আসনে।  

এই নির্বাচনে ভোট দিয়েছেন জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শেরপুরের বাসিন্দা তিনি। বাক্সে নিজের ব্যালট ঢোকানোর ছবি পোস্ট করে তারকা এই ক্রিকেটার লিখেছেন, ‘জীবনের প্রথম ভোট’ সঙ্গে একটি হাসির ইমোজিও দিয়েছেন তিনি।  

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ৪৩৬ জন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।