ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কালো আর্মব্যান্ড পরে নেমেছিলেন উসমান খাজা। তবে সেজন্য অস্ট্রেলিয়ার এই ওপেনারকে ভর্ৎসনা করে আইসিসি।
পার্থে প্রথম টেস্টে জুতায় ‘সব জীবন সমান’ ও ‘স্বাধীনতা মানুষের অধিকার’ লিখে নামতে চেয়েছিলেন খাজা। মূলত ফিলিস্তিনের গাজায় হওয়া নির্যাতনের প্রতিবাদ জানাতেই এটি করতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ অবধি আইসিসির বাধার কারণে পারেননি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার মতে, এটি রাজনৈতিক বার্তা প্রদান করে।
এরপর কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন খাজা। এটি অবশ্য এমনিতে নিয়মিত ঘটনাই ক্রিকেটে। কোনো আন্তর্জাতিক ক্রিকেটার, তাদের পরিবারের সদস্য ও নির্দিষ্ট কোনো ঘটনায় কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন ক্রিকেটাররা। কিন্তু এজন্য আগে থেকে আইসিসির অনুমতি নিতে হয়। এজন্য আইসিসি তাকে ভর্ৎসনা করে।
খাজা বলেছিলেন, ' ম্যাচের দ্বিতীয় দিনে তারা আমাকে জিজ্ঞেস করেছিল, এটা কীসের জন্য। আমি তাদের বলেছি ব্যক্তিগত শোকের জন্য। আমি তাদের কখনোই বলিনি এটি অন্য কিছুর জন্য ছিল। জুতার ব্যাপারটি ছিল ভিন্ন। আমি এটা বলতে পেরে খুশি। আর্মব্যান্ড আমার কাছে কোনো অর্থবহন করে না।
'আমি সব নিয়মই অনুসরণ করেছি। অতীতে আরও অনেকেই আইসিসির অনুমতি ছাড়া ব্যাটে স্টিকার, জুতা নাম লিখিয়েছে এবং তাদের তিরস্কার করা হয়নি। আইসিসির যে নিয়ম-নীতি আছে আমি তা শ্রদ্ধা করি। আমি তাদের জিজ্ঞাসা করব তারা যেন প্রত্যেকের জন্য এটি ন্যায্য ও ন্যায়সঙ্গত করে তোলে। তারা যেভাবে কাজ করে তাতে সামঞ্জস্য রাখে। কিন্তু সেটা এখনো পুরোপুরি কার্যকর করতে পারেনি। '
পার্থ টেস্টে ভর্ৎসনার পর মেলবোর্ন টেস্টে জুতো জোড়ায় নিজের মেয়েদের নাম লেখেন খাজা। যদিও সেখানে শান্তির প্রতীক এঁকে খেলতে চেয়েছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এএইচএস