কঠিন শাস্তির মুখে পাকিস্তানের তরুণ স্পিনার আবরার আহমেদ। তার আচরণে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের সম্ভাবনাময় স্পিনার আবরার আহমেদ। পায়ের সমস্যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো টেস্ট সিরিজে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক রিপোর্টে দাবি করেছে, আবরার তার পুনর্বাসনকে যথেষ্ট গুরুত্ব দেননি। আর এই কারণে সায়াটিকার সমস্যা আরও গুরুতর হয়ে দাঁড়িয়েছে।
টিমের চিকিৎসক, ফিজিও ও ট্রেনারদের সঙ্গে আলাপ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মেডিক্যাল প্যানেল বোর্ডের কাছে একটি রিপোর্ট পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, চিকিৎসকদের পরামর্শ মানেননি আবরার। তার পুনর্বাসন প্রক্রিয়া এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে বোর্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
নির্দেশনা মতো চললে আবরার হয়তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে পারতেন। অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ়ে হারের পর সেই রিপোর্টের ভিত্তিতেই আবরারের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে পারেন বোর্ড কর্তারা।
আবরার অন্তত দ্বিতীয় টেস্ট থেকে খেলতে পারবেন ধরে নিয়ে অস্ট্রেলিয়া সফরের দলে তাকে রাখা হয়েছিল। কিন্তু চোট না সারায় তাকে খেলানো যায়নি। ফলে পাকিস্তানের রণকৌশলে সমস্যা তৈরি হয়। বিরক্ত বোর্ড কর্তারা তাকে নিউজ়িল্যান্ড সফরের দল থেকে বাদ দিয়েছেন। দেশে ফিরিয়ে আনা হয়েছে তরুণ লেগ স্পিনারকে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এআর/এমএইচএম