ওয়ানডে বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। হয়েছেন আসরের সেরা বোলারও।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বল হাতে ৭ ম্যাচে শামি নিয়েছেন ২৪ উইকেট। দলকে ফাইনালে নিয়ে যাওয়ার পেছনে রাখেন বড় অবদান। পরবর্তীতে টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হন তিনি। যে কারণে বিসিসিআই অর্জুনা অ্যাওয়ার্ডে তার নাম সুপারিশ করে।
পুরস্কার পেয়ে স্বপ্ন পূর্ণ হওয়ার কথা বলেন শামি। তার ভাষ্য, ‘এই পুরস্কার পাওয়া সবার কাছে কেবল স্বপ্ন। জীবন বয়ে যায় আর মানুষ অনেক চেষ্টা করেও এই পুরস্কার পায় না। এই পুরস্কার পেয়ে আমি অনেক খুশি। ’
ভারতের বিশ্বকাপ একাদশে নামই ছিলো না শামির। শুরুর চার ম্যাচ পর ইনজুরিতে পড়েন দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তার জায়গায় নেওয়া হয় শামিকে। আর মাঠে নেমেই বাজিমাত করেন এই পেসার। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়ে দলকে তুলেন ফাইনালে। যদিও ফাইনালে তাদের হারতে হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
আরইউ