‘ওয়াচ ইট’, ‘ওয়াচ ইট’ কথাটা বিপিএলে এলে মিরপুরের একাডেমি মাঠে একটু বেশিই শোনা যায়। এক মাঠে অনুশীলন করে সাতটি দল।
অনুশীলনটা তাই ঠিকঠাকভাবে হয় না। তবে এবার একাডেমির বাইরেই অনুশীলন করবে বেশির ভাগ দল। রংপুর রাইডার্স আগেই নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করে। এবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অনুশীলন করার কথা জানিয়েছে খুলনা টাইগার্স।
দলটির কোচ তালহা জুবায়ের বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘আমরা ইনশাল্লাহ কালকে বিকেএসপি যাচ্ছি স্থানীয় ক্রিকেটারদের নিয়ে। আমরা ওখানে চারদিনের অনুশীলন সেশন করবো। ১৬ তারিখে অনুশীলন করে ফিরবো। ’
বিকেএসপিতে ঘরোয়া লিগের খেলা হয় নিয়মিতই। ওখানকার তরুণ ক্রিকেটারদের গড়ে তোলার কাজও হয়। নিবীড়ভাবে তত্ত্ববধান করা যায় ক্রিকেটারদের। কেন বিকেএসপিকে বেছে নিলো খুলনা টাইগার্স? এর উত্তরও দিয়েছেন তিনি।
তালহা জুবায়ের বলেন, ‘বিকেএসপিতে কারণ পুরো ফ্যাসিলিটিজটা সেখানে পাচ্ছি আমি। পুরো গ্রাউন্ডটা পাচ্ছি, পুরো ইনডোর ব্যবহার করতে পারবো, সেন্টার উইকেট আমি পাবো। এখানে আমি স্পেসেফিক কিছু অনুশীলন করতে পারবো। এই কারণেই আসলে বিকেএসপিতে যাওয়া। ’
‘আমি যখন খেলোয়াড় ছিলাম তখন আবাহনী মাঠ ছাড়া তেমন কোনো মাঠই ছিল না। এখন তো আবাহনী মাঠেও খেলা হয় না। ঢাকার মধ্যে মাঠ থাকাটা জরুরি। আশা করি যে, একাডেমি যেটা হচ্ছে পূর্বাচলে ওখানে হলে আমরা অনেকটা ওভারকাম করতে পারবো। কিন্তু মাঠের ইস্যুটা আমরা সব সময় সাফার করেছি। আমাদের ঢাকা শহরে মাঠ নেই। সো আই হোপ যে এখান থেকে বের হয়ে আসতে পারব। ’
একসময় জাতীয় দলের জন্য সম্ভাবনাময়ী পেসার ছিলেন তালহা জুবায়ের। বাংলাদেশের হয়ে সাতটি টেস্ট ও ছয়টি ওয়ানডে খেলেছেন। পরে নিয়মিতই করেছেন কোচিং। তবে এবারই প্রথম কোচ হিসেবে বড় দায়িত্ব পেলেন তালহা।
তিনি বলেন, ‘এটা আমাদের জন্য ইতিবাচক দিক। এটা আমার জন্য অনেক বড় সুযোগ। বিপিএলের মতো বড় টুর্নামেন্টে হেড কোচ হিসেবে আমি প্রথমবার করছি। আমি প্রিমিয়ার লিগে করি, জাতীয় লিগে করি কিন্তু বিপিএলটা বড় মঞ্চ আমাদের জন্য। আমি আশা করি, এখানে আমাদেরও অনেক কিছু শেখার থাকবে। আমাদেরও জানার থাকবে। আশা করি, এই সুযোগটা কাজে লাগাতে পারবো। ’
‘টি-টোয়েন্টি ক্রিকেটে আপনার সেরা দিনে আপনি জিতে যেতে পারেন। আমি আশা করি, আমার খেলোয়াড় ভালো একটা ফর্মে থেকে সবাই ক্লিক করতে পারে। আমার কাজ হবে আমার এনভায়রনমেন্ট ঠিক রাখা। আমার টিমের প্লেয়ারদের কম্বিনেশন-আন্ডারস্ট্যান্ডিং ঠিক রাখা। আমি যদি আমার টিমের এনভায়রনমেন্ট ও অ্যান্ডারস্ট্যান্ডিং ঠিক রাখতে পারি, তাহলে এই টিম নিয়ে ভালো করা সম্ভব। ’
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
এমএইচবি/আরইউ