টেস্ট ক্রিকেট থেকে তার অবসর নেওয়ার আবেশ এখনো কাটেনি। ছয় দিনের ব্যবধানে সেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই বিগ ব্যাশ খেলার অপেক্ষায় ডেভিড ওয়ার্নার।
অবসর নেওয়ার পর ভাইয়ের বিয়েতে ব্যস্ত হয়ে পড়েন ওয়ার্নার। সব কাজ শেষ করে আজই হেলিকপ্টারে করে খেলার জন্য রওনা হন তিনি। প্রায় ২৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই হেলিকপ্টার ল্যান্ড করে 'থ্যাংক্স ডেভ' লোগোর ওপর।
এখন থেকে শুধুমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যস্ত থাকবেন ওয়ার্নার। টেস্টের পাশাপাশি ওয়ানডেকে বিদায় দিয়েছেন তিনি। আজ দুপুর ২টা ১৫ মিনিটে সিডনি থান্ডারের হয়ে মাঠে নামবেন সিডনি সিক্সার্সের বিপক্ষে।
ওয়ার্নারকে দলে পেয়ে থান্ডার পেসার গুরিন্দার সান্ধু বলেন, ‘আমাদের দলে খেলার জন্য তাকে অনেক উদ্যম দেখাতে হচ্ছে। তাকে পেয়ে আমাদেরও ভালো লাগবে। গত বছর তার উপস্থিতি আমাদের জন্য দারুণ ব্যাপার ছিল। এটা ঠিক যে তিনি প্রত্যাশা অনুযায়ী রান করতে পারেননি। কিন্তু আমাদের যেসব জ্ঞানের কথা বলেছেন, তা অনেক কাজে দিয়েছে। ক্রিকেটপ্রেমীরা তার খেলা উপভোগ করে। ’
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
এএইচএস
Things you thought you'd never see on a cricket ground!
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 12, 2024
David Warner arrives at the BBL in a helicopter ? pic.twitter.com/8529s5oBJh