ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য স্কোয়াডে প্রথমবারের মতো ভারতের জাতীয় দলে ডাক পেয়েছেন ধ্রুব জুরেল। এছাড়া সাদা পোশাকে ফিরেছেন দুই স্পিনার কুলদিপ জাদব ও অক্ষর প্যাটেল।
ওয়ানডে বিশ্বকাপজুড়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন শামি। এরপর অ্যাঙ্কেলের চোটের কারণে ভুগতে হচ্ছে তাকে। দেখা যায়নি মাঠেও। চোট কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ফেরার কথা ছিল তার। পরবর্তীতে নির্বাচকরা এবং বিসিসিআইয়ের চিকিৎসক দল সতর্কতার অংশ হিসেবে তাকে আরও বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার বদলে দলে জায়গা ধরে রেখেছেন আভেশ খান।
এদিকে জাতীয় দলে প্রথম ডাক পাওয়া জুরেল দক্ষিণ আফ্রিকা সফরে ভারত ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচে করেন ফিফটি। বর্তমানে আহমেদাবাদে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলছেন তিনি। এখন পর্যন্ত ১৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৬.৪৭ গড়ে এক সেঞ্চুরিতে তার রান ৭৯০।
প্রথম দুই টেস্টের ভারত দল: রোহিত শার্মা (অধিনায়ক), শুবমান গিল, ইয়াশাসবি জায়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, শ্রিকর ভারত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, কুলদিপ ইয়াদাভ, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জাসপ্রিত বুমরাহ, আভেশ খান।
বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
আরইউ