বেশ সম্ভাবনা নিয়েই জাতীয় দলে এসেছিলেন শামীম পাটোয়ারী। কিন্তু পরে ওই প্রত্যাশা মেটাতে পারেননি তিনি।
এখন অবধি সবমিলিয়ে দেশের হয়ে ১৯টি ম্যাচ খেলেছেন তিনি। ২১.১৬ গড়ে ২৫৪ রান করেছেন শামীম। শেষ ম্যাচে অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪ ম্যাচে ৯ রান করেছেন তিনি। তবে এসব নিয়ে এখন চিন্তিত নন শামীম।
তিনি বলেন, ‘আমি শেষ কয়েকটা ম্যাচই টানা ভালো খেলেছি। একটা-দুইটা ম্যাচ খারাপ হতেই পারে। হতাশ হওয়ার কিছু নেই। নিজেকে ফিরে পাওয়ার আরো অনেক সুযোগ আছে। ’
কয়েকদিন পরই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই টুর্নামেন্টে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন তিনি। গত আসরেও দলটির হয়ে খেলেছিলেন এই ব্যাটার। এবার তার লক্ষ্য ব্যাটিংয়ে নামার পর ম্যাচ শেষ করে আসার।
তিনি বলেন, ‘আমি আসলে যে জায়গায় ব্যাটিং করি সেখান থেকে কোনো রান সেটা করা যায় না। টিমের পরিস্থিতি অনুযায়ীই আমাকে ব্যাটিংয়ে নামানো হবে। আমার লক্ষ্য হচ্ছে যেখানেই ব্যাটিং করি ম্যাচটা যেন শেষ করে আসতে পারি। ’
বাংলাদেশ সময় : ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এমএইচবি/এএইচএস