ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবার মাঠের বাইরে উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
আবার মাঠের বাইরে উইলিয়ামসন

ফের ইনজুরির ছোবলে মাঠের বাইরে ছিটকে গেলেন কেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। হ্যামস্ট্রিংয়ের চোটে পাকিস্তান সিরিজের বাকি তিন টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না তার।

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন কিউই কোচ গ্যারি স্টিভ।

গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন পায়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। প্রাথমিক চিকিৎসাও নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে জানা যায়, হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে তার।

ইনজুরি কাটিয়ে এই সিরিজ দিয়েই ফেরার কথা ছিল উইলিয়ামসনের। প্রথম দুই ম্যাচে রানের দেখাও পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। প্রথম ম্যাচে ৪২ বলে ৫৭ রান করার পর দ্বিতীয় ম্যাচে ১৫ বলে ২৬ রান করেন তিনি। ব্যাটিংয়ে থাকা অবস্থায় চোট পান উইলিয়ামসন। তিনি মাঠ ছাড়লে কিউইদের নেতৃত্ব দেন টিম সাউদি।  

চোটের ধরণ দেখে উইলিয়ামসনকে এই সিরিজে আর না খেলোনোর কথা জানিয়েছেন কিউই কোচ। মূলত আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তাকে পাওয়ার জন্যই কোনো ঝুঁকি নিতে চান না বলে জানিয়েছেন গ্যারি স্টিড। তিনি বলেন, 'কয়েকদিন পরেই টেস্ট ম্যাচ রয়েছে। টেস্ট আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা তাকে (উইলিয়ামসন) টেস্টে পাওয়ার চেষ্টা করবো। '

তবে পরের তিন ম্যাচে কে হবেন অধিনায়ক, তা এখনও নিশ্চিত নয়।

পাঁচ ম্যাচ সিরিজে এখন পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। বাকি তিন ম্যাচ হবে যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জানুয়ারি।  

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।