একসঙ্গেই সব খেলার মাঠ- এই লক্ষ্যে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে নির্মিত হচ্ছে স্পোর্টস কমপ্লেক্স। ফুটবল মাঠ ‘কিংস অ্যারেনায়’ নিয়মিতই হচ্ছে ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ।
তবে বিপিএলে বসুন্ধরা গ্রুপের দল রংপুর রাইডার্স নিয়মিতই অনুশীলন করছে অন্য ক্রিকেট মাঠটিতে। আজ মঙ্গলবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে দুর্দান্ত ঢাকার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। এরপরই আশার খবর শুনিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এখনকার মাঠটিতেই ঢাকা প্রিমিয়ার লিগ ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ব্যাপারে আলোচনা চলছে বলে জানান তিনি।
ইশতিয়াক সাদেক বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের যে মূল ক্রিকেট স্টেডিয়াম ২০২৫ এর শেষ নাগাদ হয়ে যাবে। ক্রিকেট বোর্ড যদি চায় ওখানে অবশ্যই বিপিএল বা আন্তর্জাতিক যেকোনো ম্যাচ হবে। একটা জিনিস আগেই জানিয়ে রাখি, ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা হচ্ছে, এই মাঠেও ড্রেসিংরুম ঠিক হয়ে গেলে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ অথবা কিছু আন্তর্জাতিক মেয়েদের খেলা এই মাঠে আপনারা দেখতে পাবেন। ’
গত মৌসুম থেকেই রংপুর অনুশীলন করছে নিজস্ব ক্রিকেট মাঠে। এ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কোচ-অধিনায়করা। আধুনিক সুযোগ-সুবিধাসহ এই স্টেডিয়ামে ইচ্ছেমতো অনুশীলন করার তৃপ্তি ক্রিকেটারদের কণ্ঠে। এবার লম্বা সময় ক্যাম্প করতে পারার স্বস্তি রংপুর রাইডার্সের সিইওর।
তিনি বলেন, ‘আসলে মাঠের সুবিধা তো অবশ্যই আছে। আমরা অনেক আগে থেকেই পরিকল্পনা করছিলাম শেষ বিপিএলে আমরা মাত্র দুই-তিন দিন প্রস্তুতি নিয়েছিলাম। এ বছর আমরা স্থানীয় ক্রিকেটারদের নিয়ে সাত আটদিন কন্ডিশনিং ক্যাম্প করতে পেরেছি। খুব ভালো হতো যদি বিদেশি ক্রিকেটারদের আমরা আগে পেয়ে যেতাম। ’
‘আমি বলবো যদি ইচ্ছে থাকে সবকিছু সম্ভব। এখন দেখেন কুমিল্লা মাস্কোতে, চট্টগ্রাম পিকেএসপি মাঠে করছে, বিকেএসপিতে খুলনা করছে। ১০ দিন আগে থেকে প্রস্তুতি নিলে খেলোয়াড়দের মধ্যেও আত্মবিশ্বাস বাড়ে। এটা আমরা অন্যান্য লিগে দেখতে পারি। ’
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এমএইচবি/এমএইচএম