ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিব, মাশরাফিকে অভিনন্দন জানানোর ব্যাপারে কী বলছেন তামিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
সাকিব, মাশরাফিকে অভিনন্দন জানানোর ব্যাপারে কী বলছেন তামিম

জাতীয় নির্বাচনে তারকা ক্রিকেটারদের ভিড় বাড়ছে এখন। এবার নিয়ে দ্বিতীয়বার সংসদ সদস্য হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানও এবার সংসদ সদস্য হয়েছেন।  

তাদের দুজনই এখনও খেলছেন। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিপিএলেও খেলবেন তারা। মাশরাফি সিলেট স্ট্রাইকার্স ও সাকিবের দল রংপুর রাইডার্স। এ দুজনের লম্বা সময়ের সতীর্থ তামিম ইকবাল। সংসদ সদস্য হওয়ায় কি তাদের অভিনন্দন জানাবেন?

এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার বিকেএসপিতে ফরচুন বরিশালের অনুশীলনের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার সঙ্গে এখনও দুজনের কারোরই দেখা হয়নি। যদি দেখা হয়, অবশ্যই কথা তো হবেই। তখন দেখা যাক কী হয়। ’

আন্তর্জাতিক ক্রিকেট প্রায় শেষের দিকে তামিমেরও। অনেকের মনেই এখন প্রশ্ন তামিমও কি কখনো নির্বাচন করবেন? এমন প্রশ্নের উত্তর সরাসরি দিতে চাননি তিনি। তবে তার দাবি এখন অবধি এমন কোনো পরিকল্পনা নেই।  

তিনি বলেন, ‘এটা খুব ঝুঁকিপূর্ণ একটা কথা ভাই। আমি না বললাম, তারপর দেখা গেলো দশ বছর পর হইলো। তখন আপনি এটা ধরে দেখিয়ে দেবেন যে আমি তো না বলছিলাম। কখনোই কোনো কিছুতে না বলা যাবে না। তবে এখন অবধি আমার এমন কোনো পরিকল্পনা নেই। ’

বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দায়িত্ব নিয়েছেন ক্রীড়ামন্ত্রী হিসেবে। বোর্ডের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। কোনো এক সময় গিয়ে এই দায়িত্ব নেওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন সাকিব। তামিমেরও কি এমন স্বপ্ন আছে?

তিনি বলেন, ‘আপনি জানবেন না ভবিষ্যৎ কাকে কোথায় নিয়ে যায়। যদি আল্লাহ আমার কপালে ওরকম কোনো কিছু লিখে রাখে, সেটা অটোমেটিক্যালি হবে। ওটা আমি জোর করে কিছু চেয়ে তো নিতে পারবো না। ’

বাংলাদেশ সময় : ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।