ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দলের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখেন তাসকিনও

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
জাতীয় দলের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখেন তাসকিনও

ইনজুরি আর চোট কখনোই পিছু ছাড়েনি তাসকিন আহমেদের। তবুও নিজের নামটা ঠিকই এখন দেশের ক্রিকেটে প্রতিষ্ঠিত করে ফেলেছেন তিনি।

এই পেসার এখন তিন ফরম্যাটেই জাতীয় দলের হয়ে নিয়মিতই খেলছেন। এমনকি অধিনায়কত্বের দৌড়েও তার নামটা এসেছে প্রায়ই।  

তাসকিন ইনজুরিপ্রবণ। প্রায়ই খেলা থেকে বাইরে থাকতে হয়। তবুও জাতীয় দলের অধিনায়ক হওয়ার স্বপ্ন আছে তার। আসন্ন বিপিএলে দুর্দান্ত ঢাকার সহ-অধিনায়ক তাসকিন। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার ইচ্ছের কথাও।

তিনি বলেন, ‘জি, অবশ্যই। কেন না, সব খেলোয়াড়ের জন্যই স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে এক সময়। ’

ঢাকার সহ অধিনায়কত্ব করা প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আমাদের দলটা অনেক তরুণ। সুজন স্যার আছেন, মোসাদ্দেক আছে, আমিও আছি, আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। হয়তো প্রাপ্যতা সাপেক্ষে অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, কাউকে অনেক সময় সঠিক সময়ে পাওয়া যাবে না। ’

‘যে দলটা আছে এটাই যদি গুছিয়ে, ইউনিটি নিয়ে খেলতে পারি অবশ্যই ভালো কিছু হবে। আমার নিজের যে অভিজ্ঞতাগুলো আছে আমি সবসময় দলের জন্য শেয়ার করার চেষ্টা করবো। যাতে আমাদের দলটা উপকৃত হয়। ’

এবারের বিপিএলে খুব একটা শক্তিশালী দল গড়তে পারেনি দুর্দান্ত ঢাকা। তাসকিনই দলটির সবচেয়ে বড় তারকা। তবুও দল নিয়ে ভালো কিছুর আশাই করছেন তাসকিন। নিজের পারফরম্যান্সও দলের জন্য কার্যকর কিছুই করতে চান তিনি।
  
তাসকিন বলেন, ‘আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে, পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে সবসময়। তা ছাড়া বলে অনেক সময় অনেক কিছু হয় না। কালকে থেকে আমাদের টুর্নামেন্ট শুরু হবে লক্ষ্য থাকবে একই জিনিস আরেকটা নতুন সিজন শুরু হচ্ছে সবসময় একই খেলা শুধু নামটা বিপিএল। সবসময় চাপ থাকে খেলার মাঝে। ’

‘নতুন কিছু না নিজের যে শক্তির জায়গা আছে সেটা যদি কার্যকর করতে পারি। দিন শেষে আসলে ফলাফলটাই কাউন্ট হবে কতটুকু ভালো পারফরম্যান্স করতে পারি। বেসিকগুলো ঠিক রেখে আরও শার্প করে আমার পারফরম্যান্সটা যেন দলের জন্য ইফেক্টিভ হয়। ’

বাংলাদেশ সময় : ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এমএইচবি/এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।