জাতীয় দলের অধিনায়কত্বের দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন লিটন দাসই। কিন্তু এখন তিনি পিছিয়ে।
এবারের বিপিএলে অবশ্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্ব দিচ্ছেন লিটন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসা লিটনের কাছে জানতে চাওয়া হয় নেতৃত্বে আগ্রহ নেই, এমন গুঞ্জনের ব্যাপারে। উত্তরে লিটন বলেন, ‘শোনা কথায় কান দিতে হয় না …। ’ এরপর পুরো ব্যাপারটাই গুজব কি না এমন জিজ্ঞাসায় তার উত্তর ছিল ‘আমি তো বললাম, শোনা কথা কখনও কান দেবেন না। ’
বিপিএলে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারও শিরোপার প্রত্যাশা রেখেই দল গড়েছে তারা। লম্বা সময় ইমরুল কায়েসের হাতে নেতৃত্ব থাকলেও এবার সেটি তুলে দেওয়া হয়েছে লিটনের হাতে। এই উইকেটরক্ষক ব্যাটারও দলের প্রত্যাশার প্রতিদান দিতে চান।
তিনি বলেন, ‘আমি যেহেতু এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছি এবং তারা আমাকে সুযোগটা দিয়েছে অধিনায়কত্ব করার, তাদেরকে ধন্যবাদ। অবশ্যই আমার চিন্তাভাবনা এখন পুরোটা কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিয়ে। অবশ্যই চেষ্টা করব শতভাগ এখানেও দেওয়ার। যে পারফরম্যান্স করব, সেটা যেন দলের উপকারে আসে। ’
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এমএইচবি/আরইউ