ওভাল টেস্টের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল দ্বিতীয় দিনেই। তৃতীয় দিনে কেবল ইনিংস ব্যবধানে পরাজয়টা এড়াতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭৬ রান তুলতেই ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনে খেলতে নেমে আর ৪৪ রান তুলেই গুটিয়ে যায় তারা। অস্ট্রেলিয়ার সামনে তখন লক্ষ্য দাঁড়ায় ২৬ রান। এই লক্ষ্য তাড়ায় খেলতে নেমে সহজেই জয় তুলে নেয় স্বাগতিকরা।
এদিন মনে রাখার মত ঘটনা কেবল উসমান খাজার ইনজুরি। শামার জোসেফের শর্ট বল ঠিক মতো খেলতে পারলেন না তিনি। শেষ মুহূর্তে চোখ সরিয়ে নেওয়ায় বল হিট করে হেলমেটে। এরপর স্বাভাবিক হতে পারছিলেন না অস্ট্রেলিয়ান এই ওপেনার। মুখ থেকে একটু রক্তও বের হলো, সম্ভবত জিহবা কেটে যাওয়ায়। শেষে মাঠ ছেড়ে যেতে বাধ্য হলেন তিনি।
দ্বিতীয় দিনে একাই পার্থক্য গড়ে দিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন ট্রাভিস হেড। ১৩৪ বলে ১১৯ রানের ঝড়ো সেঞ্চুরি করেন তিনি। এর আগে প্রথম ইনিংসে বল হাতে দারুণ পারফর্ম করেন জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন হ্যাজেলউড। আর কামিন্স প্রথম ইনিংসে ৪ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে থাকেন উইকেটশূন্য।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
আরইউ