উৎসবের সমাপ্তি ঘটেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। এশিয়া কাপ জয়ের পর বেশ আলোচনা তৈরি হয়েছিল তাদের নিয়ে।
সেবারের মতো এবারও দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। শনিবার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় ২টায় ভারতের বিপক্ষে মাঠে নামে তারা। এই ম্যাচের আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যুব দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।
সংবাদমাধ্যমকে পাঠানো বার্তায় তিনি বলেন, ‘আমরা তিনটা অনুশীলন ম্যাচ খেলেছি। এখানে ম্যাচগুলো খেলতে পারায় আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। আগামীকাল ভারতের সঙ্গে আমাদের প্রথম ম্যাচ। আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি। ’
মাসখানেক আগেই এশিয়া কাপ জেতে বাংলাদেশের যুবারা। সেটিই এই পর্যায়ে বাংলাদেশের প্রথম এশিয়া কাপ জয়। এরপর বেশ কিছুদিন বেশ উচ্ছ্বাসই ছিল যুব ক্রিকেটারদের। তবে এখন এশিয়া কাপ জয়ের কথা ভুলে গেছেন বলেই জানান অধিনায়ক রাব্বি।
তিনি বলেন, ‘আমরা এখন এশিয়া কাপ নিয়ে আর চিন্তা করছি না। এশিয়া কাপ অনেক আগে চলে গেছে। প্রায় এক থেকে দুই মাস…আমার আসলে মনেও নাই কবে চ্যাম্পিয়ন হয়েছি। আমরা ওই জিনিসগুলো নিয়ে একদম ভাবছি না। এখন সামনে ভারতের সঙ্গে যে ম্যাচ আছে আমরা ওটা নিয়েই চিন্তা করছি। আমরা বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। ’
গ্রুপ পর্বে নিজেদের পরের ম্যাচে আগামী ২২ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা, এরপর ২৬ তারিখ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এসব ম্যাচকেও সহজভাবে নিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক।
তিনি বলেন, ‘আমাদের গ্রুপে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র আছে। ওরাও কিন্তু ভালো দল। এখন ক্রিকেটে নিয়মিত খেলছে, অনুশীলন করছে। ওরাও কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমরা যত কম ভুল করে আমাদের সেরা ক্রিকেটটা খেলতে চাই। ’
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
এমএইচবি/এমএইচএম