ভারতের সংগ্রহ খুব বেশি বড় করতে দেননি মারুফ মৃধা। কিন্তু তার প্রতিদান দিতে পারেননি ব্যাটাররা।
ব্লম ফন্টেইনে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৫১ রান তোলে ভারত অনূর্ধ্ব-১৯ দল। জবাব দিতে নেমে ১৬৭ রানেই গুটিয়ে যায় যুবা টাইগাররা। সর্বোচ্চ ৫৪ রান করেন মোহাম্মদ শিহাব জেমস। ৪১ রান করা আরিফুল ইসলামের সঙ্গে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু সেই জুটি ভাঙতেই শেষ হয়ে যায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা। ভারতের হয়ে সৌমি পান্ডে নেন ৪ উইকেট।
এর আগে আদর্শ সিংয়ের ৭৬ ও উদয় শাহারানের ৬৪ রানের ইনিংসে ভর করে ২৫১ রান তোলে ভারত। মারুফ ৪৩ রানে ৫ উইকেট না নিলে আরও বাড়তে পারত তাদের সংগ্রহ। এছাড়া একটি করে উইকেট নেন রিজওয়ান চৌধুরী ও অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।
বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচ আগামী ২২ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে একই ভেন্যুতে।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
এএইচএস