আইসিসি ঘোষিত বর্ষসেরা ওয়ানডে একাদশে দাপট দেখিয়েছে ভারত। ১১ জন ক্রিকেটারের ভেতর ৬ জনই তাদের।
গত বছর ব্যাট হাতে দারুণ সময় কেটেছে রোহিতের। ৫২ গড়ে করেছেন ১ হাজার ২৫৫ রান। ওপেনিংয়ে সঙ্গী হিসেবে পেয়েছেন জাতীয় দলের সতীর্থ শুভমান গিলকে। একটি ডাবল সেঞ্চুরিসহ ১ হাজার ৫৮৪ রান করে গত বছরের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন ডানহাতি এই ব্যাটার।
তিন নম্বরে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের অন্যতম রূপকার ট্রাভিস হেডকে। ফাইনালে সেঞ্চুরি করে স্বাগতিক ভারতকে গুঁড়িয়ে দেন বাঁহাতি এই ব্যাটার। এছাড়া সেমিফাইনালেও অলরাউন্ড পারফরম্যান্সে হন ম্যাচসেরা। বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড করা বিরাট কোহলি আছেন চারে। গত বছর ছয়টি সেঞ্চুরিসহ ১ হাজার ৩৭৭ রান করেছেন তিনি।
১ হাজার ২০৪ রান করে নিউজিল্যান্ডের একমাত্র ক্রিকেটার হিসেবে একাদশে জায়গা করে নেন ড্যারিল মিচেল। ব্যাট হাতে বিধ্বংসী সব ইনিংস খেলা দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেনও আছেন একাদশে। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন তারই স্বদেশি মার্কো ইয়ানসেন। স্পিনার হিসেবে আছেন গত বছর ৩৮ উইকেট নেওয়া অ্যাডাম জ্যাম্পা।
পরের জায়গাগুলো দখলে নিয়েছেন ভারতীয়রাই। কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ সিরাজ দুজনেই গত বছর শিকার করেছেন ৪০-এর অধিক উইকেট। একাদশের শেষ ক্রিকেটার হিসেবে আছে বিশ্বকাপে আগুনে বোলিং করা মোহাম্মদ শামির নাম।
বর্ষসেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হাইনরিখ ক্লাসেন, মার্কো ইয়ানসেন, অ্যাডাম জ্যাম্পা, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি।
বাংলাদেশ সময়
এএইচএস