ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান শরিফুল-সোহান-হৃদয়ের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান শরিফুল-সোহান-হৃদয়ের

বন্যার কারণে দেশের বেশ কয়েকটি জেলায় বিপর্যস্ত জনজীবন। পানিবন্দি থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কয়েক লাখ মানুষ।

সেসব মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার শরিফুল ইসলাম, নুরুল ইসলাম সোহান ও তাওহীদ হৃদয়।

ফেসবুক বার্তায় কোরআনের একটি আয়াত তুলে ধরে শরিফুল লিখেন, ‘হে আমাদের রব, আমাদের থেকে আযাব দূর করুন; নিশ্চয়ই আমরা মুমিন হব [সূরা আদ-দুখানঃ১২]।  হে আল্লাহ, বন্যা কবলিত মানুষের প্রতি সহায় হোন,আমিন। ’

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টে বাংলাদেশের হয়ে খেলছেন শরিফুল। এ দলের হয়ে খেলতে হৃদয়ও আছেন পাকিস্তানে। বন্যার একটি প্রতীকী ছবি পোস্ট করে হৃদয় লিখেন, 'কী লিখব? কী লেখা উচিত? নিজেকে অসহায় মনে হয়, যখন সরাসরি দেশের কোনো দুর্যোগ পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে, তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ঔষধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন। ' 

'ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করব। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন, ইনশাল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি। '

দেশে থাকলেও নিজের অসহায়ত্ব প্রকাশ করে সোহান লিখেন, 'এই ছবি দেখার পর নিজেকে সম্পূর্ণ অসহায় লাগছে। আল্লাহ দয়া করে তাদের এই পরিস্থিতিতে সাহায্য করুন। '

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।