ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কানপুরে তৃতীয় দিনের খেলা শুরু হতেও দেরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
কানপুরে তৃতীয় দিনের খেলা শুরু হতেও দেরি

প্রথম দিনে খেলা হয়েছিল ৩৫ ওভার। দ্বিতীয় দিনে হয়নি একটি বলও।

কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলাও শুরু হতে দেরি হচ্ছে ভেজা আউটফিল্ডের কারণে।  

ক্রিকবাজ জানিয়েছে, রোববার সকাল থেকে কানপুরে বৃষ্টি নেই। মাঠের বেশির ভাগ কাভারও তুলে ফেলা হয়েছে। তবে আউটফিল্ড এখনও ভেজা। বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় মাঠ পর্যবেক্ষণে যাওয়ার কথা রয়েছে আম্পায়ারদের।

টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে স্রেফ ৩৫ ওভার। বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে করেছে ১০৭ রান। ১৩ বলে ৬ রান করে মুশফিকুর রহিম ও ৮১ বলে ৪০ রানে অপরাজিত আছেন মুমিনুল।  

পরে দ্বিতীয় দিনের খেলার পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে। ২০১৫ সালে সবশেষ ভারতে মাটিতে টেস্টের পুরো একটি দিন পরিত্যক্ত হয়। স্বাগতিকরা তখন মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার।  

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।