ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জ্যোতির শততম ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
জ্যোতির শততম ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির শততম ম্যাচ। বাংলাদেশের জন্য উপলক্ষটা বড়।

এর সঙ্গে তাদের হাতছানি দিয়ে ডাকছে বিশ্বকাপে প্রথম জয়।  

শারজায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জানিয়েছেন, তার আশা ঠিকঠাক ব্যাটে আসবে বল।  

প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিপক্ষে এর আগের চার ম্যাচের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ। এই ধারা ধরে রাখতে পারলে ২০১৪ বিশ্বকাপের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ম্যাচ জিতবে টাইগ্রেসরা।  

২০১৫ সালের সেপ্টেম্বরে জাতীয় দলে অভিষেক হয় জ্যোতির। বিশ্বকাপের প্রথম ম্যাচটিই হচ্ছে তার শততম টি-টোয়েন্টি। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।  

বাংলাদেশ সময় : ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।