ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইমার্জিং এশিয়া কাপে অধিনায়ক আকবর, আছেন হৃদয়ও

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
ইমার্জিং এশিয়া কাপে অধিনায়ক আকবর, আছেন হৃদয়ও

টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের এখন নিয়মিত মুখ তাওহীদ হৃদয়। তাকে রেখেই আসন্ন ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই দলকে নেতৃত্ব দেবেন আকবর আলী।  

তাদের সঙ্গে তরুণ ক্রিকেটার জিসান আলম, ওয়াসি সিদ্দিকীদেরও রেখেছে বিসিবি। এর বাইরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এমন ক্রিকেটাররাই প্রাধান্য পেয়েছেন।  

আগামী ১৮ অক্টোবর থেকে ওমানে শুরু হবে এবারের ইমার্জিং এশিয়া কাপ। প্রথম দিনই হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং দল। এরপর ২০ অক্টোবর আফগানিস্তান ও ২২ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।  

স্কোয়াড: আকবর আলী (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, জিসান আলম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিকি, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল ও মারুফ মৃধা।

রিজার্ভ: জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।