ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৪০ রানে ৯ উইকেট নেই ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
৪০ রানে ৯ উইকেট নেই ভারতের

নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দুই টেস্টে বড় ব্যবধানে জয় পেয়েছিল ভারত। কিন্তু তার উল্টো দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে।

প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিন খেলতে নেমেই একের পর এক উইকেট হারাচ্ছে তারা।  

টস জিতে ব্যাট করতে নেমে উইকেটের মিছিল চলছে ভারতের। এরইমধ্যে ৪০ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছে তারা।  

কিউই পেসারদের তোপে ভারতের শুরুটা হয় বিবর্ণ। টিম সাউথির বলে বোল্ড হয়ে ফেরেন রোহিত শর্মা। তার ব্যাট থেকে আসে ২ রান। ভিরাট কোহলি মাঠে নেমে টিকতেও পারেননি। ডাক মেরে সাজঘরে ফেরেন তিনি। একই পথে হাঁটেন সরফরাজ খানও। কিছুক্ষণ থিতু হওয়া ইয়াশাসবি জায়সাওয়ালকে উইলিয়াম। ১৩ রানে ফেরেন তিনি।

বাকিদের আসা যাওয়ার মাঝে কেবল থিতু হন ঋশভ পন্থ। এদিকে লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনও শূন্য রানে ফিরে ভারতকে নিয়ে যান লজ্জার রেকর্ডের কাছে। অবশ্য নিজেদের সর্বনিম্ন সংগ্রহ ইতোমধ্যে পার করে ফেলেছেন তারা। এর মধ্যে ৪৯ বলে ২০ রানে ফেরেন পন্থ। আর বুমরাহ ফেরেন ১ রানে।  

ক্রিজে এখন ব্যাট করছেন কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ সিরাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের রান ৯ উইকেট হারিয়ে ৪৬।  

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।