ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবির অভিযোগ ‘পূর্বপরিকল্পিত’, দাবি হাথুরুর

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
বিসিবির অভিযোগ ‘পূর্বপরিকল্পিত’, দাবি হাথুরুর

অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রধান কোচের পদ থেকে চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার তাকে ৪৮ ঘণ্টার শোকজ নোটিশ দেওয়ার কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

সেই নোটিশের জবাবও নাকি দিয়েছেন তিনি।  

তবে বিসিবি এখনও কিছু জানায়নি। এরমধ্যেই গণমাধ্যমে এক দীর্ঘ বিবৃতি পাঠিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন হাথুরু। তার দাবি, তার বিরুদ্ধে সব অভিযোগ বিসিবির সাজানো ও পূর্বকল্পিত।  

বিবৃতিতে হাথুরু লিখেছেন, ‘আমি এই চিঠি লিখছি, ২০২৩ বিশ্বকাপের ম্যাচ চলাকালে একজন খেলোয়াড়ের ওপর কথিত হামলা এবং অনুমতি ছাড়া অতিরিক্ত ছুটি নেওয়ার দাবির বিষয়ে আমার সততা এবং পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে তোলা সাম্প্রতিক অভিযোগের ব্যাপারে। আমার পক্ষে এ ব্যাপারে চুপ থেকে এধরনের অনুমানভিত্তিক বিষয়টিকে চ্যালেঞ্জ না করে থাকা অসম্ভব। আমি বিশ্বাস করি, এই ধরনের বিষয়গুলো স্পষ্ট করা দরকার। আমি আমার কথাগুলো বলতে চাই। ’

২০২৩ বিশ্বকাপের মাঝে হাথুরুর বিরুদ্ধে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে হাথুরু বলেছেন, ‘প্রথমত, যে ঘটনার কথা বলা হয়েছে, খেলোয়াড়দের ডাগআউট বা ড্রেসিংরুমে ঘটেছিল, সে জায়গায় বিশ্বকাপের ম্যাচ চলাকালে সার্বক্ষণিক নজরদারি থাকে। ৪০ থেকে ৫০টিরও বেশি ক্যামেরা খেলার প্রতিটি মুহূর্ত সঙ্গে সঙ্গে ধারণ করে। আমি অভিযোগকারীকে যাচাই করার সুযোগ পাইনি বা কোনও সাক্ষীও পাইনি, আদৌ যদি থেকে থাকে আর কি। ’

বছরে বাড়তি ছুটি কাটানোর বিষয়ে তিনি বলেছেন, ‘আমি স্পষ্ট করতে চাই যে আমি ব্যক্তিগতভাবে ছুটি নেওয়ার বেলায় সবসময় সিইও এবং ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি চেয়েছি এবং পেয়েছি। বিসিবি আমাকে কখনো বলেনি যে তারা আমার ছুটি নিয়ে অসন্তুষ্ট। বরং আমি যতবারই ছুটি চেয়েছি, বিসিবি তা মঞ্জুর করেছে। তাদের অনুমতি ছাড়া আমি কখনও ছুটিতে যাইনি। ’

তিনি আরও বলেছেন,‘আমার মনে হচ্ছে অভিযোগগুলো পূর্বপরিকল্পিত। নতুন বোর্ড সভাপতির মেয়াদের প্রথম দিনে, তিনি প্রধান কোচকে অপসারণের ইচ্ছা প্রকাশ করে একটি প্রকাশ্য বক্তব্য দিয়েছিলেন। নতুন প্রধান কোচ নিয়োগের মাত্র চার ঘণ্টা আগে শোকজ নোটিশ পেয়ে আমি হতভম্ব। সেখানে বলা হয়েছে, নিজেকে নির্দোষ প্রমাণে জন্য আমার হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা। এসব ঘটনা এই কর্মকাণ্ডের পেছনের উদ্দেশ্য সম্পর্কে গুরুতর প্রশ্ন তোলে। ’

হাথুরু আশা করেন, সত্যের জয় হবেই। তিনি বলেছেন, ‘আমি আমার সম্মান রক্ষা করতে সংকল্পবদ্ধ এবং এই বিষয়ে যে কোনও তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। আশা করি, শেষ পর্যন্ত সত্যের জয় হবে এবং আমি আমার প্রিয় খেলায় ইতিবাচক অবদান রাখতে পারবো। ’

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।