বোচাগঞ্জ ( দিনাজপুর): বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার আয়োজনে ‘স্বেচ্ছাসেবী সংগঠন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪’ সিজন-১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ টুর্নামেন্টে চারটি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সংগঠনগুলো হচ্ছে- দিনাজপুর সরকারি কলেজের বসুন্ধরা শুভসংঘ, যুব রেড ক্রিসেন্ট, বাঁধন ও গ্রিন ভয়েস।
ফাইনাল এ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম আল আব্দুল্লাহ।
ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে বাঁধন বনাম বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখা। খেলায় বাঁধন, দিনাজপুর সরকারি কলেজ ইউনিট জয়লাভ করে।
গত ১২ নভেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২২ নভেম্বর) সকালে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম আল আব্দুল্লাহ বলেন, বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগে নিঃসন্দেহে প্রশংসনীয়। মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমরা আশা করি বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এ এলাকায় তাদের এমন সব কার্যক্রম অব্যাহত রাখবে। আমরা পাশে থাকব।
উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী, শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মো.জেহাদ সরকার, উপদেষ্টা সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, গ্রিন ভয়েসের উপদেষ্টা মো. শরিফুল ইসলাম, আব্দুল মোমেন ও এস.এম.আবদুল্লাহ আল ওমর ফারুক।
এছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শাখার মো. রাসেল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাফি।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
জেএইচ