ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ক্যারিবীয়ানে প্রথমবার এই ফরম্যাটে সিরিজ জেতার স্বাদ পেয়েছে তারা।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সপ্তম ওভারে স্লিপে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান তিনি। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়তে হয় সৌম্যকে। এখন তার আপডেট জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আঙুলে পাঁচ সেলাই পড়া সৌম্যকে মাঠের বাইরে থাকতে হবে তিন থেকে চার সপ্তাহ।
জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম এক বিবৃতিতে বলেন, ‘সৌম্যের ডান হাতের তর্জনী আঙুল কেটেছে, যেখানে পাঁচটি সেলাই লেগেছে। ম্যাচের পর একটি এক্সরে করানো হয়, তার আঘাত পাওয়া জায়গার হাড় নড়ে গেছে। তার সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। ’
ক্যারিবীয়ানদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৮ বলে ১১ রান করে রান আউট হয়ে যান সৌম্য। বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে করে ১২৯ রান। এই পুঁজি নিয়েও শেষ পর্যন্ত ২৭ রানের জয় পায় সফরকারীরা।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এমএইচবি/আরইউ