ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমের ঝড়ো ইনিংসে বরিশালের দাপুটে জয়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
তামিমের ঝড়ো ইনিংসে বরিশালের দাপুটে জয় ছবি: সংগৃহীত

জিসান আলম রান পেলেন বটে, রান করলেন এনামুল হক বিজয়ও। কিন্তু তাতেও বড় কোন সংগ্রহ গড়তে পারেনি দুর্বার রাজশাহী।

ওই রান তাড়ায় নেমে অনেকটা দারুণ এক ইনিংসে ফরচুন বরিশালকে জিতিয়েছেন তামিম ইকবাল।  

সিলেটে সোমবার বিপিএলের ম্যাচে দুর্বার রাজশাহীকে ৭ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। শুরুতে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান করে রাজশাহী। ওই রান তাড়ায় নেমে ১৫বল আগেই জয় পায় বরিশাল।

টস হেরে ব্যাট করতে নেমে এদিন ভালো শুরু পায় রাজশাহী কিংসে। চতুর্থ ওভারে গিয়ে তাদের ৩০ রানের জুটি ভাঙে ১৬ বলে ২২ রান করা মোহাম্মদ হারিস যখন বোল্ড হন তানভীর ইসলামের বলে।  

টুর্নামেন্টের শুরুর দুই ম্যাচে ডাক মেরে বাদ পড়েন জিসান আলম। এবার তার ব্যাটে রানের দেখা মেলে। ২৭ বলে ৩ চার ও সমান ছক্কায় ৩৮ রান করেন জিসান। তার সঙ্গে এনামুল হক বিজয়ের জুটি ছিল ৩৪ বলে ৫৫ রানের।  

৩৫ বলে ৫ চারে ৩৯ রান করা বিজয় বোল্ড হন শাহীন শাহ আফ্রিদির বলে। এছাড়া ২৩ বল ২ চার ও ৩ ছক্কায় ৩৭ রান করেন ইয়াসির আলি। ৪ ওভারে স্রেফ ২০ রান দিয়ে দুই উইকেট নেন শাহীন শাহ।  

রান তাড়ায় নেমে ফরচুন বরিশালের ইনিংস অনেকটা একাই টেনে নেন তামিম ইকবাল। নাজমুল হোসেন শান্তর বদলে এ ম্যাচে তার উদ্বোধনী সঙ্গী ছিলেন প্রিতম কুমার। কিন্তু ৯ বলে ৩ রান করে মোহর শেখের বলে বোল্ড হন তিনি।  
এরপর কাইল মেয়ার্সের সঙ্গে ৩৯ রানের জুটিও ভাঙেন মোহর। ১১ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৪ রান করা মোহরকেও বোল্ড করেন তিনি। ১৪ বলে ১৩ রান করে ফেরেন তাওহীদ হৃদয়ও।

কিন্তু এরপর তামিমকে বাকি পথ সঙ্গ দেন মুশফিক। ৪৫ বলে ৭৬ রানের জুটি ছিল তাদের। ৪৪ বলে ১১ চার ও ২ ছক্কায় ৭৮ রান করেন তামিম। ২১ বলে ২৪ রান আসে মুশফিকের ব্যাটে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।