ঢাকা: আগামী মাসেই প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে পারেন পাকিস্তানের নিষিদ্ধ ফাস্ট বোলার মোহাম্মদ আমির। আইসিসির দুর্নীতি দমন আইন অনুযায়ী ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি এ বাঁহাতির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে।
গতকাল আইসিসি আমিরের সঙ্গে এক আলোচনায় বসেছিল। যেখানে তারা আমিরকে তার ক্রিকেট থেকে বহিষ্কারের বছর সম্পর্কে জিজ্ঞেস করেছিল। সংস্থাটি আমিরের ভেতর কোন রকম পরিবর্তন এসেছে কিনা তা খোঁজার চেষ্টা করেছিল।
এর আগে পিসিবি গত নভেম্বরে এক চিঠির মাধ্যমে আইসিসিকে জানিয়েছিল, আগামী সেপ্টেম্বর ২০১৫তে আমিরের পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষ হবার আগেই যেন তার প্রতি পূর্ণ বিবেচনা করা হয়।
আমির ২০১০ সালে ইংল্যান্ড সফরে লর্ডসে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। পরে দোষী সাব্যস্ত হলে আইসিসি তাকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেয়।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫