ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নতুন চুলের স্টাইলে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
নতুন চুলের স্টাইলে সাকিব সাকিব আল হাসান

ঢাকা: চুলের স্টাইলে পরিবর্তন আনাটা যেন খেলোয়াড়দের আরেকটা স্টাইল হয়ে দাঁড়িয়েছে। বিশ্বফুটবলের মতো এখন ক্রিকেটাররাও বড় বড় ইভেন্টের আগে চুলের নতুন ছাঁট নিয়ে হাজির হচ্ছেন ভক্ত-সমর্থকদের মাঝে।



এবার বাংলাদেশের ক্রিকেট প্রাণ সাকিব আল হাসান বিশ্বকাপ উপলক্ষ্যে নতুন চুলের ছাঁট দিয়েছেন। আর চুলের নতুন স্টাইলের ছবি তুলে বিশ্বসেরা ‍এ অলরাউন্ডার পোস্ট করেছেন তার ফেসবুকে পেজে।

সোমবার বিকেল সাড়ে চারটায় নিজের ফেসবুক পেজে নতুন হেয়ার স্টাইলের ছবি আপ করেন সাকিব। ছবিতে দেখা যায়, সাকিব মাথার দু পাশের চুল অনেক ছোট করেছেন। জেল ব্যাবহার করে উপর অংশের চুল ডান দিকে সিথি করে রেখেছেন।

নতুন এ ছবিতে ১ লক্ষ ৭২ হাজারের ওপর ফলোয়ার লাইক দিয়েছেন দেশের এ অলরাউন্ডার টাইগারকে।

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট আসর বিগব্যাশে খেলতে সেখানে আগে থেকেই অবস্থান করছেন সাকিব।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ২৬ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।