ঢাকা: গত এক বছরের অসাধারণ পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরস্কার অ্যালান বোর্ডার মেডেল জিতলেন স্টিভেন স্মিথ। সিডনীতে অনুষ্ঠিত এক অনারম্বড় অনুষ্ঠানে ২৫ বছরের এ ব্যাটসম্যান বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও জিতেন।
স্মিথ গত বছরে নয় টেস্টে ৮১.৮৫ গড়ে ১১৪৬ রান করেছিলেন। যেখানে চারটি হাফ সেঞ্চুরির পাশাপাশি পাঁচটি সেঞ্চুরি রয়েছে। স্মিথ বিশেষ করে সাম্প্রতিক ভারতের বিপক্ষে নিজের জাত চিনিয়েছেন। ভারতের বিপক্ষে তিনি চার টেস্টে ৭৬৯ রান করেছিলেন।
এদিকে গত এক বছরে স্মিথ একদিনের ম্যাচেও উজ্জ্বল পারফরমার ছিলেন। তিনি ১২টি ওয়ানডে ম্যাচে ৪৯.১৮ গড়ে তিনটি হাফ সেঞ্চুরি ও দুটি সেঞ্চুরি সহ ৫৪১ রান করেছেন।
স্মিথ ছাড়া টি-টোয়েন্টির বর্ষসেরা হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ঘরোয়া সেরা ক্রিকেটার হয়েছেন জেসন বেহানড্রফ। তরুণ বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন শেন অ্যাবট।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫