ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বলের আঘাতে পাকিস্তানি তরুণের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
বলের আঘাতে পাকিস্তানি তরুণের মৃত্যু

ঢাকা: আরো একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল ক্রিকেট বিশ্বে। এবার বলের আঘাতে ১৮ বছরের তরুণ পাকিস্তানি ক্রিকেটার জিশান মোহাম্মদ মারা গেলেন।

করাচির ওরেঞ্জি টাউনে ক্লাব ক্রিকেট ম্যাচে বুকে বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক জানায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জিশান মারা যান। ডাক্তার বলেন, জিশানকে হাসপাতালে আনা হয়েছে। তবে আসার পথেই তার মৃত্যু হয়েছে। সে দ্রুত গতির বলে আঘাত পায় ও সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে।

এ ব্যাপারে স্থানীয় পুলিশ জানিয়েছেন, এ মৃত্যুর ব্যাপারে কোন মামলা করা হয়নি। কারণ এটি একটি দুর্ঘটনা। এর আগে গত ২৫ নভেম্বর অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেট লিগে বলের আঘাতে অসুস্থ হওয়া ফিল হিউজ দু’দিন কোমায় থাকার পর মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।