ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে অনিশ্চিত ওয়াটসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
ফাইনালে অনিশ্চিত ওয়াটসন শেন ওয়াটসন

ঢাকা: অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত কালর্টন মিড ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অনিশ্চিত স্বাগতিক অল-রাউন্ডার শেন ওয়াটসন। তিনি জানিয়েছেন, ইংল্যান্ড অথবা ভারতের বিপক্ষে ফাইনালের আগে যদি পুরোপুরি ফিট না হন তাহলে খেলবেন না।

কারণ কিছুদিন পরে বিশ্বকাপে তিনি মাঠের বাইরে থাকতে চান না।

এর আগে হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে ত্রিদেশীয় সিরিজের শেষ দু’টি ম্যাচে ওয়াটসন দলের হয়ে সাইড লাইনে ছিলেন। ওয়াটসন বলেন, ‘এটা কোন গুরুতর বিষয় না। তবে আমি চাচ্ছি না বিশ্বকাপের আগে কোন রকম ঝুঁকি নিতে। ’

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসছে ১১তম ক্রিকেট বিশ্বকাপ। এর আগে অজিরা ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে। আর আসরের প্রথম দিনই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দলটি ইংল্যান্ডের বিপক্ষে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।