ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের জবাব দিতে চান স্যামি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
প্রোটিয়াদের জবাব দিতে চান স্যামি ড্যারেন স্যামি

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইতোমধ্যেই ওডিআই সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ হারলেও বিশ্বকাপে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার ড্যারেন স্যামি।



স্যামি বলেন, ‘দলের সবাই বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাসী। তবে, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দক্ষিণ ‍আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজটি আমাদের মোটেই ভালো যাচ্ছে না। আমি দলের সবাইকে বলেছি, সিরিজ হারলেও কোনো আক্ষেপ নেই, যদি বিশ্বকাপে প্রোটিয়াদের হারাতে পারি। ওটাই হবে তাদের বিপক্ষে উপযুক্ত জবাব। ’

বিশ্বকাপে উইন্ডিজ দল ভালো করবে বলেও নিজের আশাবাদ ব্যক্ত করেন স্যামি। এ অলরাউন্ডার বলেন, ‘গ্রুপ পর্বের ম্যাচের পরেই নকআউট পর্ব। তাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এ আসরে দ. আফ্রিকাও অন্যতম ফেভারিট। তবে, আমাদেরও সুযোগ আছে। এক্ষেত্রে আত্মবিশ্বাস ও দলীয় প্রচেষ্টাই সাফল্য এনে দিতে পারে। ’

উল্লেখ্য, ফেব্রুয়ারির ২৭ তারিখে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে গেইল-স্যামিরা।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘন্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।