ঢাকা: একদিন আগের বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড। গতকাল স্টুয়ার্ট তার টুইটার অ্যাকাউন্টে লিখেছিলেন, ইংল্যান্ডের স্বল্প আয়ের মানুষ যেন বিনয়ী হয়ে থাকে, যদিও তারা বিশ্বের শীর্ষ ১০ শতাংশ আয় করা জনগন।
পরে বিভিন্ন সামাজিক গণমাধ্যম গুলোতে স্টুয়ার্টের এ মন্তব্যে সমালোচনার ঝড় উঠলে ধনী পরিবারে জন্মগ্রহন করা এ ক্রিকেটার ক্ষমা চান।
বর্তমানে অস্ট্রেলিয়ায় কার্লটন মিড ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ড দলের সঙ্গে থাকা এ ক্রিকেটার বলেন, ‘আমি আমার এ মন্তব্যের জন্য ক্ষমা চাচ্ছি। তবে আমি মন্তব্যের মাধ্যমে কাউকে ছোট করতে চাইনি। ’
ডানহাতি এ ফাস্ট বোলার ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১১১টি একদিনের ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ৫.২৫ গড়ে ১৬৮টি উইকেট নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫