ঢাকা: ওয়েলিংটনে সিরিজের সপ্তম ও শেষ একদিনের ম্যাচে কুমার সাঙ্গাকারার অপরাজিত সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ২৮৭ রান তোলে সফরকারিরা।
এদিন ওপেনিং জুটিতেই লাহিরু থিরিমান্নে সঙ্গে ৭১ রানের পার্টনাশিপ গড়ে দলের ভিত গড়েন তিলকারত্নে দিলশান। তবে থিরিমানে ব্যক্তিগত ৩০ রানে আউট হলেও ব্যাটিংয়ে অবিচল থাকেন দিলশান। আর দ্বিতীয় উইকেট জুটিতে সাঙ্গাকারার সঙ্গে ১০৪ রানের পার্টনারশিপ গড়েন তিনি।
তবে মাঝের বিরতিতে কিউই বোলাররা ম্যাচে ফিরে আসেন। সেই সুবাদে টিম সাউদির বলে ব্যক্তিগত ৮১ রান করে প্যাভিলিওনে ফেরত যান দিলশান। তবে অন্য প্রান্তে একাই লড়ে ১১৩ রানে অপরাজিত থেকে ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি তুলে নেন সাঙ্গাকারা।
স্বাগতিক বোলারদের মধ্যে নয় ওভারে ৫৯ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন কোরে অ্যান্ডারসন। আর দশ ওভারে ৫০ রানের বিনিময় দুটি উইকেট পেয়েছেন সাউদি।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫