ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ায় পৌঁছালো উইন্ডিজ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
অস্ট্রেলিয়ায় পৌঁছালো উইন্ডিজ দল ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতাশাজনক সিরিজ শেষে অস্ট্রেলিয়ায় পা রাখলো ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপকে সামনে রেখে সিডনির পুর্ব উপকূলে নিজেদের অনুশীলন ক্যাম্পে এখন গেইল-স্যামিরা।

বিশ্বকাপ শুরুর আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।

ক্যারিবীয়দের জন্য প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজটি ছিল বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি। কিন্তু, ভিলিয়ার্স-আমলাদের সামনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিয়ানরা। তারা পাঁচ ম্যাচের ওডিআই সিরিজটিতে ৪-১ ব্যবধানে হার মানে।

অস্ট্রেলিয়ায় দু’টি প্রস্তুতি ম্যাচ খেললেও আয়ারল্যান্ডের বিপক্ষে মূল পর্বের ম্যাচ খেলতে নিউজিল্যান্ডে উড়াল দিতে হবে ক্যারিবীয়দের। নিউজিল্যান্ডের নেলসনে ফেব্রুয়ারির ১৬ তারিখে নিজেদের প্রথম ম্যাচে আইরিশদের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হবে।

উল্লেখ্য, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ফেব্রুয়ারির ৯ তারিখে ইংল্যান্ড ও ১২ তারিখে স্কটল্যান্ডের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘন্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।