ঢাকা: রনি তালুকদার এবারের জাতীয় ক্রিকেট লিগ শুরু করেছিলেন ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে। বরিশালের বিপক্ষে তার ২২৭ রানের ইনিংসেই বিশাল জয় পেয়েছিল ঢাকা বিভাগ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রোববার টসে জিতে ঢাকা মেট্টোর অধিনায়ক মার্শাল আইয়ুব ঢাকা বিভাগকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায়।
ঢাকা বিভাগের দুই ওপেনারের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনেই রানের পাহাড় গড়ার ইঙ্গিত দিচ্ছে ঢাকা বিভাগ। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ঢাকা বিভাগের সংগ্রহ বিনা উইকেটে ২৪৫ রান। ঢাকা মেট্টোর বোলাররা ৫৬ ওভার বল করে পাননি কোনো উইকেটের দেখা।
প্রথম রাউন্ডে বড় ব্যবধানে জয় পেয়েছিল ঢাকা বিভাগ ও ঢাকা মেট্টো। এবার এ দুই দলের লড়াইয়ে এগিয়ে থাকল ঢাকা বিভাগই।
এদিকে ১৬তম জাতীয় ক্রিকেট লিগের আরও তিনটি ম্যাচ এদিন মাঠে গড়িয়েছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ২ নম্বর মাঠে খুলনা ডিভিশনের বিপক্ষে ব্যাটিং করছে বরিশাল বিভাগ।
বিকেএসপির ৩ নম্বর মাঠে সিলেটের বিপক্ষে ব্যাট করছে রংপুর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী বিভাগের বিপক্ষে ব্যাট করছে চট্টগ্রাম বিভাগ।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি ২০১৫