ঢাকা: আব্দুর রাজ্জাকের অসাধারণ বোলিংয়ে খুলনার বিপক্ষে প্রথম দিনেই অলআউট হয়েছে বরিশাল বিভাগ। বিকেএসপিতে অনুষ্ঠানরত এ ম্যাচে বরিশাল অলআউট হয়েছে ২৬১ রানে।
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খুলনার স্পিনার আব্দুর রাজ্জাক একাই গুঁড়িয়ে দেন বরিশালের প্রথম ইনিংস। আটটি উইকেটে দখল করেন ৩২ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার। ২৯ ওভার বল করে ১০০ রানের বিনিময়ে ৮ উইকেট নেয়ার কীর্তি গড়েন তিনি।
ফাস্ট ক্লাস ক্রিকেটে এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। আগের ম্যাচে সিলেটের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৭১ রানে ৭ উইকেট নিয়েছিলেন রাজ্জাক। এবার সেই কীর্তিকেও ছাড়িয়ে গেলেন তিনি।
এদিন রাজ্জাক একাধারে বরিশালের প্রথম ৬টি উইকেট তুলে নেন। সপ্তম উইকেটটি তুলে নেন রবিউল ইসলাম। এরপর আবার দুটি উইকেট তুলে নেন রাজ্জাক। বরিশালের ইনিংসের শেষ উইকেটটি তুলে নেন শহিদুল।
বরিশালের হয়ে ফজলে রাব্বি দলের সর্বোচ্চ ৮৫ রান করেন। এ রিপোর্ট লেখা অবধি প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে খুলনা।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি ২০১৫