ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আট ফেব্রুয়ারি জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
আট ফেব্রুয়ারি জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড

ঢাকা: ১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। ঘোষিত সূচি অনুযায়ী আট ফেব্রুয়ারি থেকে শুরু হবে তৃতীয় রাউন্ডের খেলা।



আট ফেব্রুয়ারি বিকেএসপির তিন নাম্বার মাঠে মুখোমুখি হবে ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ। একই ভেন্যুর দুই নাম্বার মাঠে সিলেট এবং রাজশাহীর ম্যাচটি হবে। আর রংপুর বিভাগ এবং খুলনা বিভাগের খেলাটি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

ঢাকা মেট্রো এবং বরিশাল বিভাগের ম্যাচটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ০৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।