ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শীর্ষে নিষিদ্ধ আজমল, দুইয়ে নারাইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
শীর্ষে নিষিদ্ধ আজমল, দুইয়ে নারাইন

ঢাকা: আইসিসির সর্বশেষ ওয়ানডে বোলিং র‌্যাংকিং অনুযায়ী নিজের শীর্ষস্থান ধরে রাখলেন পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত অফ স্পিনার সাইদ আজমল। গত বছরের সেপ্টেম্বরে আজমল আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কৃত হন।



এদিকে এ তালিকার দ্বিতীয় স্থানে আছেন বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়া ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনিল নারাইন। মজার ব্যাপার হচ্ছে বিশ্ব ক্রিকেটের দুই সেরা বোলারই থাকছেন না ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপে।

আজমলের রেটিং পয়েন্ট ৭৪৮ আর নারাইনের রেটিং পয়েন্ট ৭৩৪।

এ তালিকায় ৭২৪ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও অস্ট্রেলিয়ার মিচেল জনসন আছেন যথাক্রমে চার ও পাঁচে।

এদিকে বাংলাদেশীদের মধ্যে একমাত্র বোলার হিসেবে ষষ্ঠ স্থানে আছেন সাকিব আল হাসান। এ অলরাউন্ডারের রেটিং পয়েন্ট হচ্ছে ৬৮০।

তালিকায় পরের অবস্থানে আছেন যথাক্রমে মিচেল স্ট্রার্ক, মোহাম্মদ হাফিজ, রঙ্গনা হেরাথ ও মরনে মরকেল।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।