ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের সামনে রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
পাকিস্তানের সামনে রানের পাহাড়

ঢাকা: দুই ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে ৩৭০ রানের বিশাল টার্গেট দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন ও রস টেলরের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৬৯ রান করেছে ব্রেন্ডন ম্যাককালামের দল।



নেপিয়ারে টসজয়ী নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নেমে ভালো সূচণা পায়। দলীয় ৪৩ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ম্যাককালাম ২৭ বলে ৩১ রান করে শহিদ আফ্রিদির শিকার হন। এরপর দ্বিতীয় উইকেটে মার্টিন গুপতিলের সঙ্গী হন উইলিয়ামসন।

এ জুটি থেকে আসে ১২৮ রান। ৭৬ রান করে সাজঘরে ফেরেন গুপতিল। তবে কেন উইলিয়ামসন তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১১২ রান করে থামেন তিনি।

উইলিয়ামসনের বিদায়ের পর ব্যাটিং তান্ডব চালান রস টেলর। মাত্র ৭০ বলে ১৩টি চার ও ২টি ছক্কায় করেন ১০২ রান।

পাকিস্তানের পক্ষে মোহাম্মদ ইরফান দুটি, শহিদ আফ্রিদি ও আহমেদ শেহজাদ একটি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।