ঢাকা: বিশ্বকাপকে সামনে রেখে প্রথম আন-অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দেয়া ২৩২ রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া একাদশ। এ রিপোর্ট লেখা অবধি অস্ট্রেলিয়া একাদশের সংগ্রহ ৩ উইকেটে ১৫০ রান।
মঙ্গলবার সকালে ডে ম্যাচে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ব্যাটিংয়ে নামে মাশরাফি বাহিনী। মুমিনুল হকের অর্ধশতক (৫২) ও মাহমুদউল্লাহ রিয়াদের ৪২ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৩১ রান করে অলআউট তারা। এছাড়া সৌম্য সরকার ৩৩ ও সাব্বির রহমান ২৯ বলে ৩১ রান করেন।
উল্লেখ্য, তামিম ইকবাল পুরোপুরি ফিট না থাকায় তাকে এ দিন ম্যাচে নামানো হয়নি। দলে দুজন পেসার রেখে একজন বেশি ব্যাটসম্যান খেলিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট।
বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসন।
৫ ফেব্রুয়ারি একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিরা।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫