ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড রোববার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড রোববার

ঢাকা: আগামিকাল রোববার থেকে শুরু হচ্ছে ১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড। এদিন বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হবে ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ।

একই ভেন্যুর দুই নম্বর মাঠে সিলেট এবং রাজশাহীর ম্যাচটি অনুষ্ঠিত হবে।

রংপুর বিভাগ এবং খুলনা বিভাগের খেলাটি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা মেট্টোর মুখোমুখি হবে এখনো ড্র কিংবা জয়ের মুখ না দেখা বরিশাল বিভাগ।

উল্লেখ্য, জাতীয় ক্রিকেট লিগের দুই রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ঢাকা বিভাগ। দুটি ম্যাচেই তারা ইনিংস ব্যবধানে হারায় প্রতিপক্ষকে। প্রথম ম্যাচে বরিশালকে ইনিংস ও ৪১৩ রানের বিশাল ব্যবধানে হারায় ঢাকা বিভাগ। দ্বিতীয় ম্যাচে ঢাকা মেট্টোকে তারা হারিয়েছে ইনিংস ও ২৪ রানের ব্যবধানে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।