ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের সামনে অজিদের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
ভারতের সামনে অজিদের রানের পাহাড় ডেভিড ওয়ার্নার

ঢাকা: সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ২-০তে সিরিজ হারের পর ত্রিদেশীয় সিরিজেও জয় বঞ্চিত ধোনি বাহিনী।

আর আজ অ্যাডিলেডে অজিদের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও একরকম খাদের কিনারায় দলটি।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে ভারতের সামনে পাহাড়সম রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। ৪৮.২ ওভারে অল আউট হবার আগে ৩৭১ রান সংগ্রহ করে জর্জ বেইলির দল।

এদিন প্রথম থেকেই ভারতীয় বোলাদের উপর চড়াও হয়ে ব্যাটিং করতে থাকেন অজি ব্যাটসম্যানরা। ওপেনিং জুটিতে ৬২ রান তোলেন ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। তবে ফিঞ্চ ২০ রানে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন মারমুখি ওয়ার্নার। তিনি ৮৩ বলে ১৪ চার ও দুই ছয়ে ১০৪ রান করে আকসার প্যাটেলের বলে বোল্ড হন।

আর শেষ দিকে ম্যাক্সওয়েলের ঝড়ো ৫৭ বলে ১২২ রানের সুবাদে বড় স্কোর দাঁড় করায় দলটি। ম্যাক্সওয়েলের ইনিংসটি সাজানো ছিল ১১টি চার ও আটটি বিশাল ছক্কায়। পরে তিনি রিটার্ড আউট হয়ে প্যাভিলিওনে ফিরেন।

সফরকারি বোলারদের মধ্যে ৯.২ ওভারে ৮৩ রানের বিনিময়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।