ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

এক হয়ে গেল মিরপুর-পালেকেল্লে!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
এক হয়ে গেল মিরপুর-পালেকেল্লে!

ঢাকা: এক মুহূর্তের জন্য ‘এক’ হয়ে গেল বাংলাদেশের মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আর শ্রীলঙ্কার পালেকেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। একইসময়ে দু’টি স্টেডিয়ামের স্কোরবোর্ডেই দেখা গেছে ‘১০৫/৬’।



দু’টি স্টেডিয়ামেই দিবারাত্রির একদিনের আন্তর্জাতিক ম্যাচ চলছে। মিরপুরে বাংলাদেশের সঙ্গে লড়ছে জিম্বাবুয়ে, আর পালেকেল্লেতে শ্রীলঙ্কার সঙ্গে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ।

মিরপুরের দারুণ আবহাওয়ায় টাইগার ও সফরকারীরা যখন নির্বিঘ্নে খেলছে, তখন পালেকেল্লেতে বৃষ্টির বাগড়ায় ড্রেসিং রুম টু মাঠ দৌঁড়াদৌঁড়ি করছে সিংহ ও সফরকারীরা।

মিরপুরে বাংলাদেশ প্রথমে ব্যাট করার পর ২৭৪ রানের টার্গেটে নেমে দুই তৃতীয়াংশ ওভার খেলে ফেলেছে জিম্বাবুয়ে। আর পালেকেল্লেতে প্রথমে ব্যাট করতে নামা উইন্ডিজ ২৩ দশমিক ৩ ওভার খেলে বৃষ্টিতে থেমে আছে।

মিরপুরে ব্যাটিংয়ে থাকা জিম্বাবুইয়ানরা যখন ৩১ দশমিক ১ ওভারে ১০৫ রান পূরণ করে তখনই বিসিন নামে ক্রিকইনফোর এক পাঠক দৃষ্টি আকর্ষণ করেন সবার, ‘জিম্বাবুয়ে ১০৫/৬- উইন্ডিজ ১০৫/৬’।   অর্থাৎ মিরপুরের স্কোরবোর্ডে এখন যা লেখা, পালেকেল্লের স্কোরবোর্ডেও এখন তা লেখা।

অবশ্য, প্রতিবেদনটি লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের খেলা ব্যাটিং বৃষ্টিতে থেমে গেছে, আর পরাজয় থেকে এক উইকেট দূরে জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।