ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশাল জয়ে উচ্ছ্বসিত মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
বিশাল জয়ে উচ্ছ্বসিত মুশফিক ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরির পর সাকিব আল হাসানের ঘূর্ণিতে পাঁচ উইকেট শিকার; এতেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ হেসে খেলেই জিতে নেয় মাশরাফি বাহিনী। ১৪৫ রানের বিশাল জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।



পাকিস্তান সিরিজের পর ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজে খুব একটা হাসেনি মুশফিকের ব্যাট। সমর্থকদের জন্য স্বস্তিদায়ক এক সেঞ্চুরি হাঁকিয়ে এবার কিছুটা নির্ভার হলেন মুশফিক। সেঞ্চুরির চেয়ে দলের জয়কেই বড় করে দেখছেন মিস্টর ডিপেন্ডেবল।

ম্যাচ শেষে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করে মুশফিক বলেন, এ বছর ভালো খেলছিলাম। শেষ দুই দুইটা সিরিজে বড় রান করতে পারিনি। তারপরও চেষ্টা করেছি দলের জয়ে অবদান রাখতে। টপ অর্ডারের ব্যাটসম্যরা সবাই বড় অবদান রাখার চেষ্টা করে। এটা করতে পেরে খুবই ভালো লাগছে। আত্মবিশ্বাসের অন্যরকম একটা পর্যায়ে আছি এ মুহূর্তে। চেষ্টা করবো এরকম যেন সামনের ম্যাচেও থাকে।
 
১২৩ রানে চার উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে পড়লেও পঞ্চম উইকেটে মুশফিক-সাব্বির যোগ করেন ১১৯ রান। এ জুটির অবদানে ২৭৩ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। মুশফিকের সেঞ্চুরির আগে ৫৭ রান করে ফেরেন সাব্বির রহমান। ১০৭ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন মুশফিক।

তরুণ ব্যাটসম্যান সাব্বির রহমানের ব্যাটিংয়ের প্রশংসা করে মুশফিক বলেন, সাব্বিরের ইনিংসটা খুব দরকারি ছিল আমাদের জন্য। উইকেটে গিয়ে রান করাটা খুব সহজ ছিল না। সাব্বির এসে যখন খুব সহজে ও দ্রুত রান করছিল তখন আমার অনেকটা চাপ কমে গিয়েছিল। ওর সাথে আমার জুটিটা খুব গুরুত্বপূর্ণ ছিল। পুরো ক্রেডিট সাব্বিরকে দেওয়া উচিত।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।