ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের ক্রিকেটকে সম্মান জানায়নি অলস্টারস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
বাংলাদেশের ক্রিকেটকে সম্মান জানায়নি অলস্টারস ছবি: সংগৃহীত

ঢাকা: ফের ক্রিকেটের ২২ গজে পারফর্ম করতে নেমেছেন ক্রিকেটের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার, অজি কিংবদন্তি শেন ওয়ার্ন, ক্রিকেটের বড়পুত্র ব্রায়ান লারা, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার, কিং অব সুইং ওয়াসিম আকরাম, ক্লাসিক্যাল ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা, বিশ্বসেরা ফিল্ডার জন্টি রোডস, দুসরার জনক সাকলাইন মোস্তাক, বিশ্বসেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসরা।

অলস্টারস খ্যাত অবসর নেওয়া লিজেন্ড ক্রিকেটারদের নিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে।

ক্রিকেটকে বৈশ্বিক রূপ দিতে এগিয়ে এসেছেন এ তারকারা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তারকাদের মধ্যে এ টুর্নামেন্টে আরও রয়েছেন ভিভিএস লক্ষণ, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগ, মাহেলা জয়াবর্ধনে, কার্ল হুপার, ল্যান্স ক্লুজনার, শন পোলক, মঈন খান, গ্রায়েম সোয়ান, গ্লেন ম্যাকগ্রা, মুত্তিয়া মুরালিধরন, কার্টলি অ্যামব্রোস, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, মাইকেল ভন, অ্যান্ড্রু সাইমন্ডস, ড্যানিয়েল ভেট্টরি, কোর্টনি ওয়ালস, অ্যালান ডোনাল্ড ও অজিত আগারকার।

যুক্তরাষ্ট্রে আয়োজিত এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে নেই কোনো বাংলাদেশি ক্রিকেট তারকা। ৮টি দেশের অবসর নেওয়া গ্রেট ক্রিকেটারদের মাঝে জায়গা হয়নি বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, আকরাম খান, অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজনদের।

শচীন-ওয়ার্নের মস্তিষ্কপ্রসূত টুর্নামেন্টে বাংলাদেশের এক সময়কার গ্রেট ক্রিকেটারদের অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়নি বলে দুর্জয় জানান, ‘শচীন এবং শেন ওয়ার্ন বাংলাদেশের ক্রিকেটকে সম্মান জানাননি। ’

পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে (পাকিস্তান অবজারভার) মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক দুর্জয় বলেন, ‘টেন্ডুলকার কিংবা শেন ওয়ার্ন আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। ক্রিকেট অলস্টারস সিরিজে বাংলাদেশের কোনো কিংবদন্তি ক্রিকেটারকে খেলার জন্য মুঠোফোনেও তারা যোগাযোগ করেনি। আমরা হয়তো সে সময়ে টেন্ডুলকার, লারাদের মতো ক্রিকেটার পাইনি। কিন্তু, একই সময়ে আমাদের দেশে হাবিবুল বাশার, আকরাম খান, খালেদ মাসুদ, খালেদ মাহমুদের মতো কিছু গ্রেট ক্রিকেটার ছিলেন। আর আমি মনে করি, তারা অলস্টারস ক্রিকেট সিরিজে খেলার মতো যোগ্য ছিলেন। ’

টাইগার সাবেক অধিনায়ক দুর্জয় আরও যোগ করেন, ‘এ সিরিজের মূল একাদশে থেকে মাঠে নামার সুযোগ না পেলেও আমাদের দেশের গ্রেট তারকারা বিরক্ত হতো না। অন্তত আমাদের দলে থাকার সুযোগ দেওয়া উচিত ছিল। টেন্ডুলকার এবং শেন ওয়ার্ন টেস্ট প্লেয়িং বাংলাদেশের সাবেক তারকাদের সুযোগটি দিয়ে এদেশের ক্রিকেটের প্রতি সম্মান জানাতে পারতো। ’

অল স্টারস সিরিজের প্রথম ম্যাচে শনিবার (৭ নভেম্বর) নিউ ইয়র্কের সিটি ফিল্ডে টেন্ডুলকারের ‘শচীন ব্লাস্টার্সকে’ ৬ উইকেটে হারিয়েছে শেন ওয়ার্নের ‘ওয়ার্ন ওয়ারিয়র্স’। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ১১ নভেম্বর হাস্টনে এবং ১৪ নভেম্বর তৃতীয় ও শেষ ম্যাচটি লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ০৮ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।