ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সতর্ক বাংলাদেশ, পরের ম্যাচেও সমান পরিশ্রম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
সতর্ক বাংলাদেশ, পরের ম্যাচেও সমান পরিশ্রম ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জিম্বাবুয়ে দলকে নিয়ে শুরু থেকেই সতর্ক ছিল বাংলাদেশ। ৠাংকিংয়ের ১০ নম্বর দলের সঙ্গে অর্জনের অনেক কিছু না থাকলেও ছিল হারানোর ভয়।

ঘরের মাঠে টানা তিনটি সিরিজে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর পঁচা শামুকে পা কাটতে চায় না টাইগাররা।

প্রথম ম্যাচে সহজে জয় পেলেও পরের ম্যাচগুলোতে আরও সতর্ক হয়ে খেলবে বাংলাদেশ, সমানভাবে পরিশ্রম করে যাবে সিরিজ জিততে। শনিবার (০৮ নভেম্বর) মিরপুরে অনুশীলনের আগে এমন লক্ষ্যের কথাই জানান জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘যে কোনো সিরিজের প্রথম ম্যাচটাই বেশি গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ক্রিকেটাররা একটু দ্বিধায় থাকে, একটু নার্ভাস থাকে। প্রথম ম্যাচের ফলাফল যাদের পক্ষে যায়, তাদের আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বেড়ে যায়। সেই আত্মবিশ্বাস আমাদের আছে। আমরা জানি পরের দুটি ম্যাচ জিততে হলে সমানভাবে পরিশ্রম করতে হবে, শুরুটা ভালো করতে হবে; ব্যাটিং-বোলিং দুই বিভাগেই নিজেদের সেরাটা দিতে হবে। আমরা এভাবে এগুনোর চেষ্টা করবো। ’

প্রথম ম্যাচে জয় পাওয়া এতটা সহজ হবে ভাবেননি তামিম। তবে পরের ম্যাচগুলোতে জয় সহজ নাও হতে পারে বলে মনে করেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার, ‘এতো সহজে জিততে পারবো, এটা আমরা ভাবিনি। ম্যাচে আগেই আমরা একটা বিষয় জানতাম যে, সফরকারীদের বিপক্ষে কষ্ট করেই জিততে হবে। আমাদের চিন্তা ছিল সঠিক পথে থাকা, ভাবনায় সঠিক থাকা। মাঠে নামবো, খেলবো আর জিতে যাবো; এ রকম কিছু কোনো খেলোয়াড়ের মাথায় ছিলনা। সব সময় আমরা খুব সিরিয়াস ছিলাম। বাকি দুই ম্যাচেও আমরা তাই থাকবো। পরের দুই ম্যাচে এতো সহজে আমরা নাও জিততে পারি। পরের দুই ম্যাচে কষ্ট করেই জিততে হতে পারে। ’

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৪৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টাইগাররা ১-০তে লিড নিয়েছে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সোমবার (০৯ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ০৮ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।